নোয়াখালী প্রতিনিধি :
মানুষ – মানুষের জন্য একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না ও বন্ধু এমন মানবতাবাদী কথাগুলোর বাস্তবতা খুব কমই চোখে পড়ে। আবার অনেকেই নিরবে মানব সেবার নজির গড়ে চলেছেন।গতকাল বুধবার নোয়াখালীতে সন্ধ্যা ৭ টায় জনতার মেয়র খ্যাত লুৎফুল হায়দার লেনিন তৃতীয় দাপে ৩ শতাধিক পরিবারের মাঝে মানসম্মত কম্বল বিতরণ করেছেন। এর আগে তিনি আরো ৬ শত কম্বল বিতরণ করেছেন বিভিন্ন পরিবার ও ফুটপাতে থাকা মানুষের মাঝে।মোট ১ হাজার পরিবারকে কম্বল বিতরণ করবেন বলে জানা যায়। গতকালের কম্বল নিতে আসা বয়স্কদের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তাদের সাথে কথা বলে জানা যায়,প্রতিবছরই তারা কম্বলের জন্য এই বাড়িতে আসেন।কম্বল নিয়ে হাসিমুখে তাদের বাড়িতে ফিরে আসেন।সেই বাড়িতে গিয়ে দেখা যায় অত্যান্ত সুশৃঙ্খলভাবে যথা সময়ে কম্বল বিতরণ করতে।এসময় সাংবাদিকদের লেনিন বলেন,কম্বল নিতে আসা মানুষের কষ্ট যাতে দীর্ঘ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়।তিনি আরো জানান,আমাদের পারিবারিক অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবারেও কম্বল দিচ্ছি।চেষ্টা ছিলো একটি মানসম্মত কম্বল যেন দিতে পারি।যাতে তারা এটাকে কয়েকবছর ব্যবহার করতে পারে।রাজনৈতিক দায় থেকে নয়, সামাজিক দায়বদ্ধতা এবং আল্লাহকে খুশি করার জন্য আমাদের প্রচেষ্টা।উল্লেখ্য লুৎফুল হায়দার লেনিন এর বড় ভাই বাংলাদেশের আলোচিত একাধিকবার গোল্ড মেডেল প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্হাশীল বর্তমান টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।তাদের বাবা প্রফেসর আলী হায়দার তার সারাজীবনের পেনশন সম্প্রতি তাদের পারিবারিক মসজিদের উন্নয়নের জন্য দান করে দিয়েছেন। এই জন্য এলাকার স্হানীয় মানুষের কাছে পুরো পরিবারটি মানবিক পরিবার হিসাবে স্বীকৃতি পেয়েছে।
আলোকিত প্রতিদিন / ১৯-০১-২০২৩