ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা, নিহত-১

0
154

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে অবস্থিত আজারবাইজান দূতাবাস হামলার শিকার হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় ২৭ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্সে জানা গেছে, হামলা প্রতিহত করতে গিয়ে দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আজারবাইজানের আইন প্রয়োগকারী এক কর্মকর্তা নিহত ও আহত একজন।

ইরানের পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত থাকায় সন্দেহেভাজন একজনকে আটক করেছে তারা। এ ঘটনার উদ্দেশ্য কী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রধানের বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন লোকটি দুইটি ছোট বাচ্চা নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিল।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিও প্রকাশ হয়েছে। দূতাবাসের ভবনের ভেতরে একটি দরজার  ভাঙা কাঁচ এবং  কিছু ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।

ইরানে কয়েক লাখ আজারবাইজন লোক বসবাস করে আসছে।

সূত্র: আল জাজিরা, ইন্টারফেক্স

আলোকিত প্রতিদিন/ ২৭ জানুয়ারি -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here