ভারতে দুইটি যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত-১

0
164

আন্তর্জাতিক ডেস্ক:

প্রশিক্ষণের সময় ভারতের মধ্যপ্রদেশে দুইটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমান দুইটিতে মোট তিনজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। খবর এনডিটিভির।

২৮ জানুয়ারি শনিবার সুখোই সু-৩০ এবং মিরাজ ২০০০ হাজার মডেলের যুদ্ধবিমান দুইটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানই দুইটি গোয়ালিয়র বিমানবাহিনীর ঘাঁটি থেকে উড্ডায়ন করা হয়। সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে হতাহতের খবর এখনো জানা যায়নি। জানা গেছে, সু-৩০ যুদ্ধবিমানটিতে দুইজন পাইলট ছিল। অন্যটিতে ছিল একজন পাইলট। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করা গেছে। আহত হলেও তারা নিরাপদ। তবে তৃতীয় পাইলটকে উদ্ধারের অভিযান চলছে।

একটি প্রতিরক্ষা সূত্র জানায়, যুদ্ধবিমান দুইটির মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছিল কি না তা জানতে বিমানবাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে। গত বছরের ২৮ জুলাই দিনগত রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় দেশটির বিমান বাহিনীর একটি মিগ-২১ নামের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ওই মময় দুই পাইলট নিহত হয়েছিলেন।

এছাড়াও ২০২১ সালের ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত। শুধু তিনিই নন, এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা  কর্মকর্তাসহ  ১২ জন।

আলোকিত প্রতিদিন/ ২৮ জানুয়ারি -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here