কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মৃত ঘোষণার পর বাসায় ফিরে; জীবিত

0
296
শোভন শুভ:
 কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রেজাউল (৪০) রোগীকে মৃত ঘোষণা করে বাড়ীতে পাঠানোর পর জীবিত এমনটি অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা। আজ সকালের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছেন।
এ বিষয়ে রোগীর স্বজনেরা জানায় সকালে রেজাউলকে দিকে শ্বাস জনিত কারণে ষ্টোক করায় তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের স্বজনেরা। দায়িত্বর চিকিৎসক তার ইসিজি করার পর রেজাউলকে মৃত ঘোষনা করেন। নিহত রেজাউলকে কবুরহাট গ্রামের বাড়ীতে নেওয়ার পর নিহত রেজাউল ইশারা করে বলে জানায় পরিবারের স্বজনেরা।  আবারও তাকে  দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পুনরায় ইসিজি করার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তারা বলেন চিকিৎসকের ভুল তথ্যে জীবিত রেজাউলকে মৃত ঘোষণা করায় দীর্ঘ সময় রেজাউল তার পরিবারের সদস্যরা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, চিকিৎসায় অনেক সময় নষ্ট হয়েছে রেজাউল এখন মারা গেলো, এর দায় নিবে কে ? চিকিৎসা সেবা নিয়ে রেজাউলের অভিভাবকসহ স্থানীয় জনমনে হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আলম বলেন সকালের ডিউটি তিনি ছিলেন না। ঘটনাস্থলে দ্রুত যান এবং পুনরায় ইসিজি করার পর রোগীকে মৃত ঘোষনা করা হয়েছে বলে তিনি জানান। তবে কি কারণে বাড়ীতে ইশারা বা ইঙ্গিত করেছেন তা তার জানা নেই বলে তিনি বলেন। এটা গুজব হতে পারে।
আলোকিত প্রতিদিন/ ১ফেব্রুয়ারি -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here