প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0
223

গত ২২ জানুয়ারী দৈনিক যুগের আলো পত্রিকায় বদরগঞ্জে ভুয়া কাগজপত্র তৈরী করে সংখ্যালঘু পরিবারের জমি লিখে নেয়ার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদে যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কল্পনা প্রসূত এবং উদ্দেশ্য প্রণোদিত। আমার বিরুদ্ধে এলাকার একটি স্বার্থাম্বেষী মহল নিজ স্বার্থ চরিতার্থ করার হীন মানসিকতায় আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ভাবে ফন্দি এবং মিথ্যা আপবাদ দিয়ে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে।
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আপনার প্রেরিত ২৪/০১/২৩ইং তারিখের ১০ নম্বর নিবান আইন ২০০৪ এর ধারা ২২(ক) (৩) অনুসারে দলিল প্রণয়নের নিমিত্তে তার কর্তৃক এস.আর ৩নং ৮১ আইন/২০০৫ দ্বারা সম্পত্তি হস্তান্তর দলিলের নমুনা ফরম্যাট দেওয়া হয়েছে এবং উক্ত ফরমেটের ২০ নং কলামে বর্ণিত হস্তান্তরি সম্পত্তির সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্পর্কে সম্যক অবহিত হইয়া আমি- ৯১১৬/২২ নম্বর দলিলটি মুসাবিদা করি।
প্রকৃত বৃত্তান্ত হলো আমি মোঃ আঃ লতিফ সরকার (দলিল লেখক,লাইসেন্স নম্বর-৭২) দীর্ঘদিন ধরে সুনামের সহিত আপনার কার্যালয়ে দলিল লেখক হিসাবে কর্মরত আছি। ৯১১৬/২২নং দলিল তৈরী কালে মূল কাগজপত্র দেওয়ায় বর্তমান আইনের ফরমেট অনুসারে দলিল লিখি এবং দাতা গ্রহিতা স্বাক্ষী সনাক্ত করি সম্পাদন পূর্বক আমি স্বাক্ষর প্রদান করে আপনার নিকট উপস্থাপন করি এবং দলিলের সঙ্গে নোটিশের সহিত রেজিঃকৃত জমির প্রয়োজনীয় সকল কাগজপত্রাদি সংযুক্তি করি এবং সকল কাগজপত্র সঠিক আছে। দাতা গ্রহিতা স্বাক্ষর গ্রহন এবং থাম বহিতে টিপ ও স্বাক্ষর করান অর্থাৎ সঠিক ভাবে যথাবিহীত পরিপূর্ণ আইন অনুসারে ৯১১৬/২০২২ দলিলটি মুসাবিদা করেন।
উল্লেক্ষ গত ২২/০১/২৩ইং তারিখে স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশিত খবরটি বদরগঞ্জ কিসমত ঘাটাবিল গ্রামের সুকুমার চক্রবর্তী ও মুকুল চক্রবর্তী দুই ভাই তাঁরা ৯০ দশকের আগে এবং পরে কিসমত ঘাটাবিল মৌজায় বিভিন্ন দাগে ১ একর ৩৫ শতক জমি ক্রায় করে ভোগদখল করে আসছেন। ৯০ সালে দুই ভাইয়ের নামে ৭৩ শতক জমি চুড়ান্ত রেকর্ডও হয়। পাঁচ বছর আগে বড় ভাই সুকুমার মারা যান তাঁর দুই সন্তান এবং মুকুল চক্রবর্ত্তী সম্প্রতি রামনাথপুর ভূমি কার্যালয়ে জমির খাজনাও দেন।
এই সংবাদটি ভিত্তিহীন ও অসত্যর উপর তৈরি কিছু কুচক্রী মহল মিথ্যা ও হয়রানী করার নিমিত্তে সাব রেজিষ্ট্রার অফিস এবং আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটিতে আমি কোন ভাবে সম্পৃক্ত নই। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদটি পত্রিকায় প্রকাশ করিয়াছে। আমার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মনগড়া কল্পনা প্রসূত এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদটির আমি তিব্রনিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি

নিবেদক
মোঃ আঃ লতিফ সরকার
দলিল লেখক,লাইসেন্স নম্বর-৭২
বদরগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিস
বদরগঞ্জ,রংপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here