সেনবাগে স্বাস্থ্যসেবা বন্ধ করে বর্ষপূর্তি উদযাপন

0
169

প্রতিনিধি,নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে) জাতীয় পতাকা অবমাননার পরদিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি রোগী দেখা বন্ধ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম সবুজের যোগদানের বর্ষপূর্তি কেক কেটে উদযাপন করা হয়। খোঁজ নিয়ে জানা যায় দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অপেক্ষমান রোগীদের চিকিৎসা না দিয়ে হাসপাতালের চিকিৎসকরা ফুল এবং কেক দিয়ে বর্ষপূর্তি উৎসবে যোগ দেন। এদিকে অপেক্ষমান রোগীরা চিকিৎসকের দেখা না পেয়ে হতাশ হয়ে বাড়ির পথ ধরেন বলে জানালেন একজন জরায়ুর ব্যাথায় আক্রান্ত রোগী। এ সময় উপস্থিত রোগী এবং তাদের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসব বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম সবুজের মন্তব্য জানতে চাইলে তিনি জানান, বর্ষপূর্তিতে বিভিন্ন চিকিৎসক এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কিন্তু এ সময় বর্হিবিভাগে জরুরী সেবার কার্যক্রম চলছিল । জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার জানান, আমরা অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছি, তদন্ত কমিটি আজকে ঘটনাস্থলে তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা।

আলোকিত প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here