আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে এসএসসি সতীর্থ-২০০১ ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

মো: মহিদ:
বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব-এই স্লোগানে মানিকগঞ্জ জেলার এসএসসি সতীর্থ-২০০১ ব্যাচের বন্ধুদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মানিকগঞ্জের গোলড়া নাহার গার্ডেনে এ অনুষ্ঠানে সাতটি উপজেলার প্রায় চারশত বন্ধুরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা, স্মৃতিচারণ, ফটোসেশন, দুপুরের ভোজ, ক্রীড়ানুষ্ঠানসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়। কৃতি এবং সুপ্রতিষ্ঠিত বন্ধুদের সম্মাননা প্রদানের পাশাপাশি উৎসব মূখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান জমে উঠে।
আয়োজক কমিটির আহবায়ক পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রদীপ চক্রবর্তী, মুঞ্জর রহমান, রাসেল, ইলা, সামিম, রাসেল, রাজা, নাসির, বজলু, সবুজ, ইব্রাহিম, মনির, জাবেদ, আলিম, মামুনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এসময় বন্ধুদের মধ্যে একজন বন্ধুকে সেলাইমেশিন উপহার দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -