অস্ট্রেলিয়া- বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট এর ফাইনাল

0
991
মামুন হাসান:
অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট (গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট) এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে, ক্রিকেটমোদী আখাউড়ার সর্বস্তরের মানুষের ঢল নামে আয়োজনটিতে I
আখাউড়া কলেজ প্রাঙ্গনে আয়োজনকে ঘিরে দেখা যায় আগ্রহ, উদ্দীপনা; জমজমাট ফাইনালের লড়াই সেই সাথে সেলফি উৎসব মাতে দর্শনার্থীরা।  প্রিয় তারকার সাথে ছবি তোলার হিড়িক,  চারদিকে দেখা যায় উৎসবের আমেজ I
আড়ম্বর পরিবেশে টুর্নামেন্টটির ফাইনাল খেলায় অংশ নেন এই অঞ্চলের দক্ষিণ উনিয়নে একাদশ এবং পৌরসভা (এক দুই তিন নং ওয়ার্ড)। জয়ী হয় পৌরসভা (এক দুই তিন নং ওয়ার্ড)।
আগতদের একজন বলেন, দীর্গ ২৭ বছর পর আখাউড়ায় জাতীয় দলের কেউ এল, আখাউড়ার ক্রিকেটে প্রাণ ফিরে পেয়েছে I উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং চিত্র নায়ক রোশান, আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের এর সদস্য সাইফুল ইসলাম, আখাউড়া থানা ইন চার্জ আসাদুল ইসলাম  অনুষ্ঠানের প্রধান আয়োজক এবং পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়া প্রবাসী  নির্জন মোশাররফ, সদস্য সচিব মোঃ শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সেলিম ভূইয়া,  আরো উপস্থিত ছিলেন স্থানীয় এবং জেলা সাংবাদিক বৃন্দ
মোহাম্মদ আশরাফুল বলেন আখাউড়ায় ক্রিকেট প্রতিভা দেখে ভালো লেগেছে, অনেক সম্বাবনাময় একটি অঞ্চল, এখানে ক্রিকেট থেকে ভালো কিছু করা সম্ভব
রোশান বলেন চমকপ্রদ আয়োজন, খুব ভালো লাগছে আমার নিজ অঞ্চলে এই আয়োজন দেখে
আলোকিত প্রতিদিন/ ০৮ মার্চ -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here