কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন মাহিয়া মাহি

0
209

আলোকিত ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১৮ মার্চ শনিবার রাত ৮টার দিকে কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন তিনি।

গাজীপুর জেলা কারাগারের সুপার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তার জামিনের খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে কারাফটকে এনেছি। পরে জামিনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ৭টা ৫০ মিনিটে তার স্বজনেদের হাতে তুলে দিয়েছি।’

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে দুপুরে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শুনানির পর তাকে কারাগারে পাঠানো হয়।

পরে বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসে ওই দুই মামলায় মাহির জামিন মঞ্জুর করেন।

আলোকিত প্রতিদিন/ ১৮ মার্চ-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here