আরাভ খানকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
179

আলোকিত ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ পরিদর্শক হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খানকে ফিরিয়ে আনতে তারা  ইন্টারপোলের কাছে সহযোগিতা চেয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তেজগাঁও এলাকায় ১৮ মার্চ শনিবার এক অনুষ্ঠানে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আরাভ খানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আরাভ খানকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।’

অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের বিরুদ্ধে মাহির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: বাসস

আলোকিত প্রতিদিন/ ১৯ মার্চ-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here