আবারো ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রাণ গেল পথচারীর 

0
151
ইব্রাহিম সবুজ:
মাদারীপুর আবারো ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাকের চাপায় মোঃ কাবুল বেপারী (৪৫) নামের এক পথচারী নিহত হয়। মাদারীপুর শিবচরের পাঁচ্চর নামক স্থানে ভাঙ্গা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে এ ঘটনা ঘটে।
ট্রাকটি গন্তব্যস্থল থেকে তরমুজ বুঝাই করে ঢাকা যাওয়ার পথে ব্রেক ফেল করে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সাথে  ছিটকে পড়ে এ সময় কাবুল বেপারীর উপর ট্রাকটি আঘাত করে, গুরুতর আহত অবস্থায় ঐ যাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। নিহত মোঃ কাবুল বেপারী, বন্দর খোলার, শিকদারের হাটের মোসলেম বেপারীর ছেলে, তিনি ঢাকা যাওয়ার জন্য পাঁচ্চর রয়েল হসপিটালে সামনে  বাসস্টান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলো  এ সময়  দূর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক বলেন,  ১০ এপ্রিল সোমবার সকাল ৭-৩৫ মিনিটে বগুড়া থেকে তরমুজ বুঝাই করে একটি ট্রাক দ্রুত গতিতে ছুটে আসে পাঁচ্চর বাস স্ট্যান্ডে ট্রাকটি আইল্যান্ডের সাথে দ্রুত গতিতে আঘাত করে। এ সময় ঢাকার পথে কাবুল বেপারী নামের এক যাত্রীর উপর ট্রাকটি আঘাত করে এবং গুরতর আহত হয় কাবুল বেপারী সাথে সাথে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। বগুড়া’ ট-১১-২২৪৩ নাম্বারের ট্রাক, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১০ এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here