সুইচ দিতেই বিস্ফোরণে স্কুল শিক্ষার্থী দগ্ধ

0
150

আলোকিত ডেস্ক:

রাজধানীর কদমতলী থানার শনির আখড়ায় একটি টিনশেড বাসায় বাথরুমের সুইচ দিতেই বাথরুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক স্কুলছাত্রী দগ্ধ হয়েছে। সে স্থানীয় শেরে বাংলা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

৯ এপ্রিল রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন  এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, রাতে কদমতলীর শনির আখড়া থেকে দগ্ধ অবস্থায় এক কিশোরীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। পরে জরুরি বিভাগ থেকে তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ মৌমিতার মা লিপি আক্তার জানান, রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তখন বাথরুম থেকে হঠাৎ মৌমিতার চিৎকার শুনতে পাই। বাথরুমে যেয়ে দেখি তার শরীরের জামাকাপড়ে আগুন ধরে গেছে। সাথে সাথে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

তিনি আরও বলেন, আমার মেয়ে আমাকে জানিয়েছে, বাথরুমে ঢুকে সে সুইচ দিতেই হঠাৎ বিস্ফোরণে আমার মেয়ে দগ্ধ হয়। আমরা ধারণা করছি বাথরুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণে আমার মেয়ে দগ্ধ হয়েছে। চিকিৎসক জানায় তার অবস্থা আশঙ্কাজনক।

আলোকিত প্রতিদিন/ ১০ এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here