আলপসে তুষারধস, নিহত ৪

0
193

আন্তর্জাতিক ডেস্ক:

ফরাসি আলপসের সর্বোচ্চ শৃঙ্গ মঁব্লাঁ-র কাছে তুষারধস হয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছন। মৃতদেহ শনাক্ত করা হয়নি। এছাড়া আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

সপ্তাহান্তে বহু মানুষ বেড়াতে গিয়েছিলেন ফরাসি আলপসে। ভিড় জমেছিল শ্যামোনিক্সে। এটি মঁব্লঁ যাওয়ার বেস ক্যাম্প। এখান থেকে বহু মানুষ আলপসে স্কি করতে যান। রবিবারও তেমন বহু মানুষ স্কি করতে ওপরে উঠেছিলেন। আর তখনই ঘটে দুর্ঘটনা। তুষারধস নামে আহমস হিমবাহে। ভয়াবহ তুষারধসে বহু মানুষ নিখোঁজ হয়ে যান। তুষারধস থামার পর দ্রুত সেখানে দুইটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। নিচ থেকেও একটি দলকে ওপরে পাঠানো হয়। চারজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আরও  লোক আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।

প্রায় সাড়ে ১১ হাজার ফুট উচ্চতায় এই হিমবাহ। স্কি করার আদর্শ জায়গা। বিশেষজ্ঞরা বলছেন, এদিন হিমবাহ থেকে একটি বড় অংশ খসে পড়ে যায়। লম্বায় যা প্রায় হাজার মিটার এবং চওড়ায় ১০০ মিটার। আবহাওয়া পরিবর্তনের ফলেই এমনটা হয়েছে বলে তারা জানিয়েছেন।

আহমস হিমবাহটি শ্যামোনিক্স থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি নাম করা পর্যটন স্থান। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বহু মানুষ এখানে বেড়াতে আসেন।

 সূত্র: ডয়চে ভেলে

আলোকিত প্রতিদিন/ ১০ এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here