সাতকানিয়ার হারাধন কান্তি দাস গুপ্তের বিরুদ্ধে মামলা : মামলা তুলে নিতে হুমকি

0
361
এম জসিম উদ্দিন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গার হারাধন কান্তি দাস গুপ্ত নামের এক ব্যাংক কর্মচারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর এবং মানহানিকর তথ্য প্রচার করার কারণে ২০১৮ এর ২৫(২) ২৯(১) ধারায় হারাধন কান্তি দাস গুপ্তের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল এর বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন একই গ্রামের বাসিন্দা এবং ব্যবসায়ী ইন্দ্রজিৎ দাস গুপ্ত জুনু। যার মামলা নম্বর ২৮৫/২০২২, তারিখ ২৮/০৭/২০২২ ইংরেজি। সাইবার ট্রাইব্যুনাল আদালতের সেরেস্তা কামরুল ইসলাম খন্দকার মামলার সত্যতা স্বীকার করে বলেন, হারাধন কান্তি দাস গুপ্তের বিরুদ্ধে ইন্দ্রজিৎ দাস গুপ্তের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি তদন্ত প্রতিবেদনের জন্য আদালতের মাননীয় বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।
মামলা প্রসঙ্গে বাদী ইন্দ্রজিৎ দাস গুপ্ত বলেন, মামলাটি রুজু করার পর থেকে ইহা প্রত্যাহারের জন্য আসামী হারাধন কান্তি দাস গুপ্তসহ তার সন্ত্রাসী বাহিনী আমাকে এবং আমার পরিবারকে একের পর এক হুমকি দিয়ে আসছে। এরিমধ্য আমার ভাতিজা স্কুল পড়ুয়া ছাত্র ও এবারের এসএসসি পরীক্ষার্থী সৃজন দাস গুপ্ত (১৬) কে দুই দফায় বেদম প্রহার করেছে আসামী হারাধন এবং তার সন্ত্রাসী বাহিনী। এ ব্যাপারে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগও করেছেন ভিকটিম সৃজন দাসের বাবা। ইন্দ্রজিৎ দাস আরও বলেন, হারাধন কান্তি দাস আওয়ামী কৃষকলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার দপ্তর সম্পাদকের নাম বিক্রি করে এলাকার খেটে-খাওয়া সাধারণ মানুষের উপর চালাচ্ছে অত্যাচার জোরজুলুম। হারাধন বর্তমানে একাধিক মামলার আসামী। দুইটি মামলার তদন্ত চলছে, অন্যগুলো বিচারাধীন রয়েছে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ।
এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী বলেন, হারাধন কান্তি দাস গুপ্ত কৃষকলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার দপ্তর সম্পাদক। তবে দলের নাম বিক্রি করে এলাকায় নোংরামি কিংবা অপকর্ম করলে সেটির দায় আমরা নেবো না। ঐসব অপকর্মের জন্য হারাধন নিজেই দায়ী থাকিবেন।
আলোকিত প্রতিদিন/ ১০ এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here