প্রতিনিধি,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরি এলাকায় একই পরিবারের শিশু এবং নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে একাধিক মাদক মামলার আসামি মোঃ আমির হোসেন। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাদের জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন আহতরা।
আহত মোঃ কোকন মিয়া ( ৫০ ), জোসনা বেগম (৪০), এবং জসিম (১৪ ) তাদের মাথায় ছুরিকাঘাত করা হয়েছে।
১২ এপ্রিল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে ঘিওর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
আহত মোঃ কোকন মিয়া বলেন, মাদক ব্যবসায় বাধা দিলে দুপুরের দিকে অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কহিনুর বেগম তার চাচা আমিরের বিরুদ্ধে বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তাদের মাথায় ছুরিকাঘাত রয়েছে। এ বিষয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে । আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৪ এপ্রিল-২০২৩/মওম