গোয়ালন্দ ঘাট এলাকা হতে ১৫৩ বোতল ফেনসিডিলসহ একজন আটক

0
144

মোঃ সাদ্দাম হোসেন: 

র‍্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল  ১৪ এপ্রিল ২৩ তারিখে র‍্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার ফেরিঘাট এলাকা আসামী মোঃ মিন্টু মোল্লা(৩৬) মাদকের একটি বিশাল চালান মোটরসাইকেলে করে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম  শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উল্লেখিত আসামিকে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামির কাছ থেকে ১৫৩ বোতল ফেনসিডিল, ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল, ০২টি সিম, মাদক বিক্রিত ১২০০ টাকা এবং একটি মাদক বহনের ব্যাগ উদ্ধার করা হয়। ধৃত আসামী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ঢাকা এলাকায় বিক্রি করে। পরবর্তীতে তাকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হবে বলে জানান।

আলোকিত প্রতিদিন/ ১৫এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here