শ্যামলী মন্ডল এর কবিতা ।। বিশ্বলোক

0
163

বিশ্বলোকে

শ্যামলী মন্ডল

 

পলাতক আমি হই যে

তোমায় পাবো বলে

পাইনা আমি নাগালে

এই অবিরাম পথ চাওয়া

দূরের পানে ধাওয়া ।

পেয়ে যদি যেতাম তোমায়

হারাতাম দূরে চলা

পাওয়ার মাঝে না পাৗয়া রচি

তাইতো এত খাটুনী।

ধারে কাছে পেলে তোমায়

হয়ে যেতাম সত্যবান

যমদুত ও যেতনা কাছে

থাকতো না কোন খোঁজ,

খুঁজে আমায় পেত নাতো বিশ্বলোক।

 

 

খ.র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here