কবি মীনা সাহা এর কবিতা ।। আগুন আর শরীর

0
193
আগুন আর শরীর
আগুনের অপভ্রংশ থেকে আরো আরো আগুন ছড়িয়ে পড়ছে চারদিক
রাতের বিভ্রম জীবন্ত পুড়ে যাওয়া শরীর
সম্ভ্রমহীন অন্ধকার আরো একাত্ম হয় আগুনের ভিতর
আগুন আর শরীর
শরীর আর আগুন
উঠে আসে সভ্যতার বোধ
উঠে আসে সভ্যতার ক্লীবত্ব
পুড়ে যাওয়া ভস্ম থেকে বার বার চিহ্নিত হয় কালের স্বীকারোক্তি..
রাতের সেই অভিশপ্ত কথা
হিম হয়ে আসা বগটুই
ফাগুনের শেষ প্রহর প্রেমহীন প্রান্তর
আরও এক কদর্য আর্তনাদ
আরো এক আধুনিক সংহিতা…
শতাব্দীর শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে দিয়ে যায়
আগুন আর শরীর
শরীর আর আগুন…
আগুনের অপভ্রংশ থেকে আরো এক আগুন ছড়িয়ে পড়ছে চারদিক
খ.র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here