আগুন আর শরীর
–
আগুনের অপভ্রংশ থেকে আরো আরো আগুন ছড়িয়ে পড়ছে চারদিক
রাতের বিভ্রম জীবন্ত পুড়ে যাওয়া শরীর
সম্ভ্রমহীন অন্ধকার আরো একাত্ম হয় আগুনের ভিতর
আগুন আর শরীর
শরীর আর আগুন
উঠে আসে সভ্যতার বোধ
উঠে আসে সভ্যতার ক্লীবত্ব
পুড়ে যাওয়া ভস্ম থেকে বার বার চিহ্নিত হয় কালের স্বীকারোক্তি..
রাতের সেই অভিশপ্ত কথা
হিম হয়ে আসা বগটুই
ফাগুনের শেষ প্রহর প্রেমহীন প্রান্তর
আরও এক কদর্য আর্তনাদ
আরো এক আধুনিক সংহিতা…
শতাব্দীর শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে দিয়ে যায়
আগুন আর শরীর
শরীর আর আগুন…
আগুনের অপভ্রংশ থেকে আরো এক আগুন ছড়িয়ে পড়ছে চারদিক
–
খ.র