কবি মতিউর রহমান মানু এর কবিতা ।। জীবনের হালহকিকত

0
203
জীবনের হালহকিকত
দেনা পাওনার হিসাব করো
হালখাতা আজ খুলে
খুলে দেখ নিজের আমল
যাচ্ছো সবই ভুলে।
ভুলের মাসুল দিতে হবে
হিসাব হলেই ভুল
দেখবে যখন মিলিয়ে তুমি
কেঁদে পাবে না কূল।
কূল কিনারা খুঁজবে তখন
হলে মরণ যাত্রী
যাত্রী তখন অন্ধকারের
কেমনে কাটবে রাত্রী।
রাত্রী দিন একাই রবে
ছোট্ট একটা ঘর
শোভাযাত্রায় যারা পাশে
তারা হবে পর।
পরের কথায় আমলগুলো
করে দিলে নষ্ট
নষ্ট সময় পার করে তাই
পাচ্ছো শুধু কষ্ট।
কষ্টগুলো ভাগ নেবে না
বন্ধু বান্ধব স্বজন
আপন বলতে কেউ হবে না
পাশে পাবে ক’জন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here