জীবনের হালহকিকত
–
দেনা পাওনার হিসাব করো
হালখাতা আজ খুলে
খুলে দেখ নিজের আমল
যাচ্ছো সবই ভুলে।
ভুলের মাসুল দিতে হবে
হিসাব হলেই ভুল
দেখবে যখন মিলিয়ে তুমি
কেঁদে পাবে না কূল।
কূল কিনারা খুঁজবে তখন
হলে মরণ যাত্রী
যাত্রী তখন অন্ধকারের
কেমনে কাটবে রাত্রী।
রাত্রী দিন একাই রবে
ছোট্ট একটা ঘর
শোভাযাত্রায় যারা পাশে
তারা হবে পর।
পরের কথায় আমলগুলো
করে দিলে নষ্ট
নষ্ট সময় পার করে তাই
পাচ্ছো শুধু কষ্ট।
কষ্টগুলো ভাগ নেবে না
বন্ধু বান্ধব স্বজন
আপন বলতে কেউ হবে না
পাশে পাবে ক’জন?