কাকডাঙ্গা সীমান্ত থেকে ৪ পিচ স্বর্ণের বারসহ আটক-১

0
164
মোঃ রমজান আলী:
ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৪ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বালিয়াডাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৪৬৬. ৪৫ গ্রাম। যার মূল্য ৩৯ লাখ ৯১ হাজার ৮০০ টাকা। এ সময় জব্দ করা হয় তার ব্যবহৃত একটি বাইসাইকেল এবং নগদ ৫০ হাজার টাকা। আটককৃত স্বর্ণ চোরাকারবারীর নাম ইমাম হোসেন (৪০)। সে কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের ইব্রাহিম হোসেনের পুত্র।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কাকডাঙ্গা বিওপির হাবিলদার খবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১৩ ও সাবপিলার ৩-এস আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাকডাঙ্গা সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারে অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী ইমাম হোসেকে তার ব্যবহৃত বাইসাইকেলসহ আটক করা হয়। পরে তার বাইসাইকেলের টায়ারের ভিতরে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ পিচ স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৪৬৬. ৪৫ গ্রাম। জব্দকৃত স্বর্ণসহ মালামালের মূল্য ৩৯ লাখ ৯১ হাজার ৮০০ টাকা।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ এবং স্বর্ণেরবার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৮এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here