খানসামায় মধ্যরাতে আগুনে পুড়ে ছাই তিনটি পরিবার

0
143

প্রতিনিধি,খানসামা (দিনাজপুর): 

দিনাজপুরের খানসামায় আগুনে গোয়াল ঘর, রান্না ঘর, শয়ন কক্ষসহ গরু পুড়েছে।উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের ইউসুফ শাহ পাড়ায়  ১৮ এপ্রিল মঙ্গলবার  রাত ১.৩০ মিনিটে আগুন লাগে।

পুড়ে যাওয়া ঘরের মালিকরা হলেন– স্থানীয় মৃত- আঃ রহমানের ছেলে সাইফুল, তার তিন ছেলে মোতাহার, সাদিকুল, দেলোয়ার, মৃত- মকবুলের ছেলে আজগর, মৃত- আকালু মাহমুদের ছেলে মিজান। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অভি বলেন, ‘হঠাৎ চিৎকারের আওয়াজ পেয়ে ছুটে আসি। তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে৷’

স্থানীয় বাসিন্দা রবিউ ইসলাম রবি বলেন, ‘ক্ষতিগ্রস্ত ঘরগুলো টিনশেডের ছিল। সব শেষ হয়ে গেছে। আগুন তাদের সর্বনাশ করে ফেলেছে।’ আরেক স্থানীয় বাসিন্দা বুলবুল জানান, রাতের ওই সময়ে আগুন যখন লাগে তখন গ্রামের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে পড়েছিলেন। স্থানীয় ইউপি সদস্য বাবলু রহমান বলেন, আগুনে বসতঘর ছাড়াও ১টি গরু পুড়ে গেছে। আগুনে অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।।

খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সায়েম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।’ তিনি আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবে নব্বই হাজার টাকা এবং উদ্ধার করা হয়েছে চার লাখ টাকা।

আলোকিত প্রতিদিন/ ১৮এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here