সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৪ জনকে যাবজ্জীবন ৪৪ জনকে ৭ বছরের কারাদণ্ড। 

0
248
মোঃ ইব্রাহিম খলিল
সাতক্ষীরা কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলায় ২ টি মামলার রায় প্রদান করেছেন বিজ্ঞ আদালত। জানা গেছে, ২০০২ সালের ৩০ শে আগষ্ট  বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ৪ জন কে যাবজ্জীবন এবং ৪৪ জনকে ৭ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল ১৮/০৪/২৩ তারিখ মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিট সময় সাতক্ষীরার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক বিশ্বনাথ মন্ডল এ রায় প্রদান করেন। এ সময় ৩৯ জন আসামি আদালতে উপস্থিত  ছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেনঃ সাতক্ষীরা ০১ আসনের তালা ও কলারোয়ার সাবেক এমপি বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, কলারোয়া উপজেলা সদরের আব্দুল কাদের বাচ্ছু, রিপন ও রঞ্জু। এ ছাড়া ৭ বছর করে কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেনঃ সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৬), সাবেক ছাত্রদলের সভাপতি রিপন (৩৫), বিএনপি নেতা আব্দুর রাজ্জাক (৪৮), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন (৪৫), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল রকিব মোল্যা (৪৩), কলারোয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম (৩৮), বিএনপি নেতা মফিজুল ইসলাম (৪৪), পৌর ছাত্র দলের সভাপতি আব্দুল মজিদ (৩০), বিএনপি নেতা এড. আব্দুস সামাদ (৫২), বিএনপি নেতা হাসান আলী (৪৫), উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী (৫৫), বিএনপি নেতা ময়না (৩৮), বিএনপি নেতা শিক্ষক আব্দুস সাত্তার (৫০), সাবেক উপজেলা ছাত্র দালের সভাপতি খালেদ মজ্ঞুর রোমেল (৪২), বিএনপি নেতা কলেজ শিক্ষক তোফাজ্জেল হোসেন সেন্টু (৫০), যুবনেতা মাজাহারুল ইসলাম (৪৫), বিএনপি নেতা আব্দুল মালেক (৩৮), বিএনপি নেতা আব্দুর রব (৪৬), উপজেলা কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম (৪৩), যুগীখালী ই্উপি চেয়ারম্যান উপজেলা বিএপির যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম (৫০), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল (৪৮), সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা এড. আব্দুস সাত্তার (৫২), যুবদল নেতা রিংকু (৩২), যুবদল নেতা আব্দুস সামাদ (৪৮), বিএনপি নেতা আলাউদ্দীন (৩৪), যুবদল নেতা আলতাফ হোসেন (৩৮), উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুর রহমান সনজু (৩৩), ছাত্র দলের সহ সভাপতি নাজমুল হোসেন (৩০), বিএনপি নেতা সাহাবুদ্দিন (৪৯), বিএনপি নেতা সাহেব আলী (৪৮), বিএনপি নেতা সিরাজুল ইসলাম (৫৫), যুবনেতা টাইগার খোকন (৩৮), যুব নেতা ট্রলি সহিদুল (৪২), বিএনপি নেতা কনক (৩৮), পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন (৫০), যুবদল নেতা মনিরুল ইসলাম (৩০), যুবদল নেতা ইয়াছিন আলী (৩৫), পৌর বিএনপির সহ সভাপতি আখলাকুর রহমান শেলী (৩২), বিএনপি নেতা শাহিনুর রহমান (৫২), বিএনপি নেতা বিদার মোড়ল (৪০), যুবদল নেতা সোহাগ হোসেন (২৮), বিএনপি সমর্থক মাহাফুজার রহমান মোল্যা (৩৮), জামায়াত কর্মী গফ্ফার গাজী (৪০), সাবেক উপজেলা যুবদলের সহসভাপতি মাহাফুজুর রহমান সাবু (৫০)।
সাজাপ্রাপ্তদের মধ্যে ৯ জন পলাতক  রয়েছেন।
সাতক্ষীরা জেলা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, বিগত ২০০২ সালের ৩০ শে আগষ্ট  তাৎকালিন সময়ে বিরোধী দলীয় নেত্রী ও বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় আসেন এক ধর্ষিতাকে দেখতে। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে দেখে যশোর ফেরার পথে কলারোয়া উপজেলা সদরে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য বোমা বিস্ফোরণ ও গুলি চালানো হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। স্বাক্ষ‍্য শেষে আজ এ মামলায় ৪ জনকে যাবজ্জীবন ও বাকি আসামিদের ৭ বছর করে কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক।
খ.র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here