বিজয়ের গল্প
–
কবিতা কি তা আমি জানিনা
কবিতা লিখতেও আমি জানিনা
কিন্তু আমি জানি রক্ত দিয়ে ভালোবাসার গল্প ।
জানি এক মানচিত্রের ইতিহাস
আরো জানি ৫৬ হাজার বর্গমাইল কাব্য রচনা ছন্দ ।
আজকে আমি মুক্ত মানব সেতো স্বাধীনতার হৃদয়ে হৈমন্তিক স্পন্দনের ফসল ;
সময়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখার সাক্ষ্য ।
জানি পরাধীনের পঙ্গুত্ব মানবতা, বঞ্চনার জীর্ণ আয়ুর গলাটিপে হত্যা করে অমরত্ব গণনা করে যে ইতিহাস।
জানি মুক্তির যে যুদ্ধ যৌবনের জীবন্ত প্রতীক
তার জয় একটি ভূখণ্ডের প্রৌঢ়তার জ্ঞানের বয়স বাড়ায় ।
রক্ত সমুদ্রের সৈকতে ভিড়েছে ছেলেহারা জননী ,
স্বামীহারা উন্মাদিনীর আহাজার
মৃত্যু শব্দ ,রক্ত শব্দ ,ভীতি শব্দ জয় করে স্বপ্নের সফলতা এনেছে
এনেছে শুভ্র স্বাধীনতার ঝলমলে ভোর।
জানি লাখো শহীদেরা মৃত পৃথিবীতে আজ
তারা জীবিত ইতিহাসে –
তাদের উত্তর অধিকার জিইয়ে রাখার দায়িত্ব আমাদের ।
জানি মনের মধ্যে বুদবুদ শব্দে কফিনবন্দি কবিতার মৃতদেহ,
অসুস্থ বাতাসে রুদ্ধ অনুভূতি পচনশীল সভ্যতায় টালমাটাল আমার রক্তদানের অহংকার ।
জানি মুক্তির মহা আনন্দ অর্ধশতকের প্রবীণ।
গর্বিত দীপ্ত ত্যাজী পূর্বসূরী নয় শুধু
অতীত বর্তমান ও ভবিষ্যতের জীবিত বিবেকের প্রতিমূর্তি ।
তোমাকে পাওয়ার জন্মান্তরের বেড়াজালে
আটকে থাকুক আমার হাজার জন্মান্তরবাদ।
খ.র