শরীয়তপুর সুপার সার্ভিসকে ৫ হাজার টাকা জরিমানা

0
142
প্রতিনিধি,শরীয়তপুর:
অতিরিক্ত ভাড়া আদায় করায় শরীয়তপুর সুপার সার্ভিস  বাসকে জরিমানা করা হয়েছে।  ঈদ যাত্রায় ঢাকা-শরীয়তপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায়, অভিযোগে শরীয়তপুর সুপার সার্ভিস বাসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৯ এপ্রিল বুধবার দুপুর ১২ টার সময় শরীয়তপুর  সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র  তথ্য নিশ্চিত করেছেন। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি  বিকাশ চন্দ্র জানান, জেলা বাস স্ট্যান্ড এবং প্রেম তলা মোড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। রাস্তার ২ ধারে এবং বাস স্ট্যান্ডর যত্রতত্র বাস এবং অন্যান্য পরিবহণ পার্কিং করে জনদূর্ভোগ সৃষ্টি করতে না পারে।  শরীয়তপুর সুপার সার্ভিস এর একটি বাস ঢাকা থেকে শরীয়তপুর আসা এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায়  ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারায় পাঁচ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শরীয়তপুর সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র । জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ১৯এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here