চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ; ধসে পড়েছে ৪ তলা ভবন

0
147
আব্দুল সাত্তার টিটু 
চট্টগ্রামের চাক্তাই রাজাখালীতে শুটকির কোল্ড স্টোরেজে সিলিন্ডার বিস্ফোরণে চারতলা ভবন ধসে পড়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ০৪ জন। কোল্ড এস্টোরেজের ভিতরে থাকা অ্যামিনো এসিডের তীব্র গন্ধ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।  এতে আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।
১৮ এপ্রিল মঙ্গলবার রাত একটার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকার জনতা কোল্ড স্টোরেজ বিল্ডিং এ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থায়ীদের সূত্রে জানা যায়, ঘটনাটি রাজাখালি ফায়ার সার্ভিসের বিপরীত দিকে হওয়ায় ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আবদুল হালিম জানান, চারতলা বিল্ডিং এর নিচতলায় শুটকি মজুদ করে রাখার জায়গায় অ্যামিনো গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। এই সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আশেপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৯এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here