সামরিক সম্পর্ক উন্নয়নে চীন সফরে পাকিস্তান সেনাপ্রধান

0
148

আন্তর্জাতিক ডেস্ক:

সামরিক সম্পর্কোন্নয়নে চীনে সরকারি সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ২৫ এপ্রিল মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক উন্নয়নের জন্যই তার চীন সফর। এ বিষয়ে কোন বিস্তারিত বিবরণ দেয়নি আইএসপিআর। ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্ব নেওয়ার পর জেনারেল মুনিরের চতুর্থ বিদেশ সফর চীন। মুনির সেনাপ্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও যান।সৌদি আরবে সফরের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানের এই সেনাপ্রধান। দুই দেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনায় হয় তাদের।

জেনারেল মুনির সংযুক্ত আরব আমিরাত সফরের সময় প্রতিরক্ষা এবং সামরিক সম্পর্ক নিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।

সূত্র: জিও নিউজ

আলোকিত প্রতিদিন/ ২৫এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here