দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবকলীগের ধান কাটা কর্মসূচি

0
226
মামুন হাসান (নিজস্ব প্রতিনিধি) ঃ
কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ। এই প্রতিপাদ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের  নির্দেশনা মোতাবেক দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ধান কাটা কর্মসূচির অংশ হিসেবে অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন দেবিদ্বার উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ।
ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন  দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ  সভাপতি মো. মান্নান মোল্লা, বিপ্লবী  সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,  দেবিদ্বার পৌর সেচ্ছাসেবকলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো: বাছির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন সহ দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেবিদ্বার উপজেলা ৭ নং ওর্য়াড চাপানগর এলাকার হতদরিদ্র এবং অসহায় গরীব কৃষক ফিরোজ মিয়ার ৪০ শতাংশ, কৃষক আবুল কালামের ২০ শতাংশ, কৃষক ফিরোজ মিয়া ১৪ শতাংশ জমির ধান কেটে তাহাদের বাড়িতে ধান তুলে দিয়ে আসছেন সেচ্ছাসেবকলীগের নেতারা। এতে কৃষকেরা অনেক খুশি এবং আর্থিক ভাবেও লাভবান হয়েছেন। দেবিদ্বার  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসেন বলেন আমাদের জেলার নেতৃবৃন্দ নির্দেশে এবং দেবিদ্বার (৪) মাননীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এমপি মহোদয়ের আদেশে আমরা দেবিদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দেবিদ্বার উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে খোঁজ খবর নিয়ে অসহায় এব হতদরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিয়ে আসবো ইনশাআল্লাহ। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আরো বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশের কল্যাণে বিগত দিনগুলোতেও আমরা নিরীহ, অসহায়,  নিপীড়িত মানুষের পাশে ছিলাম এবং  যতদিন বেচে থাকবো অসহায় মানুষের কল্যানে কাজ করে যাবো। দৈনিক আলোকিত প্রতিদিন কে জানান তাহাদের এ ধান কাটা কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন ধান কাটার মৌসুম থাকে।
আলোকিত প্রতিদিন/২৯এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here