বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

0
169

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রুটিন শারীরিক পরীক্ষার করাতে হাসপাতালে নেওয়া হবে।

২৯ এপ্রিল শনিবার বিকেল ৩টায় তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার বিকেলে ম্যাডামকে হাসপাতালে নেওয়া হবে। উনার কিছু পরীক্ষা করা হবে। খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উনি হাসপাতালে যাচ্ছেন, উনার চিকিৎসা দরকার। তিনি অত্যন্ত অসুস্থ। সেজন্য তার বিদেশে চিকিৎসা দরকার। সেই কারণে দেশেই তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। উনার জন্য সবাই দোয়া করবেন।

গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।

আলোকিত প্রতিদিন/২৯এপ্রিল-২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here