রানা ইস্কান্দার রহমান
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক জনাব মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, গাইবান্ধা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজু ইসলাম এর নেতৃত্বে অদ্য ০৪/০৫/২০২৩ তারিখ ১৪.৪৫ ঘটিকার সময় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভাস্থ বাঁশকাটা মৌজাস্থ ব্রাক মোড়ের রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করা কালে যাত্রীবাহী বাস আলম এন্টারপ্রাইজ, যাহার রেজিঃ ঢাকা-মেট্রো-ব-১৪-৫৬৮১ গাড়ীটি থামিয়ে চেকিং করাকালে ধৃত আসামী ১।মোঃ সোহেল রানা @ সাব্বির @ রাসেল (২৮), পিতা-মৃত মোবারক হোসেন, মাতা-মোছাঃ রেখা খাতুন, সাং-মারাধার, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও ২। মোঃ রবিউল ইসলাম (২৩), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-মারাধার পূর্বপাড়া, থানা-হরিপুর, জেলা-ঠা্কুরগাঁও‘দ্বয়ের এর হেফাজত হইতে ৯০ (নব্বই)বোতল ফেন্সিডিল উদ্ধার করতঃ পলাশবাড়ী থানার মামলা নং-০৯, তারিখ-০৪/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৪(গ)/৪১, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -