বনবিভাগ ও প্রশাসনের যৌথ অভিযানে ২ একর বনভূমি জবরদখল মুক্ত 

0
183
আবু সায়েম, কক্সবাজারঃ
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার নেতৃত্বে বনবিভাগ এবং র‍্যাব-১৫ কক্সবাজার পৃথকভাবে  যৌথ অভিযান পরিচালনা চালিয়ে  ২ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।
৬ মে  শনিবার  দুপুর আনুমানিক ২ঃ৩০ এর দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন কক্সবাজার রেঞ্জের ঝিলংজা মৌজা এবং কলাতলী চন্দ্রিমা ,ও লাইটহাউজ পাড়া এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়ার নেতৃত্বে বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এবং স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা এবং  র‍্যাব-১৫ এর সহযোগিতায় অভিযান চালিয়ে প্রায় ২ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে।
সদর রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা বলেন, উপজেলা প্রশাসন এবং র‍্যাব-১৫ এর সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত পাকা দেয়াল ও ঘর ভেঙে রক্ষিত বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্ট আসামি ও জড়িতদের বিরুদ্ধে বন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হবে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে।  সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ  করলে উচ্ছেদ করা হবে    এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/০৬ মে -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here