লংগদু উপজেলার ৩৭ বিজিবি জোনের অভিযানে ৩৩০ সিফটি সেগুন কাঠ জব্দ

0
148

প্রতিনিধি, লংগদু

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন গুলশাখালীস্থ রাজনগর ৩৭ বিজিবি জোনের বিশেষ অভিযানে ৬ লক্ষাধিক টাকার সেগুন কাঠ (গোলকাঠ) দজব্দ করা হয়েছে। গতকাল ৮ এপ্রিল ২০২৩ খ্রিঃ সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর ৩৭ ব্যাটালিয়ন  রাজনগর জোনের  জোনে কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম বেলা ১২ ঘটিকায় অভিযান পরিচালনা করে এসব সেগুন কাঠ জব্দ করেন। জানা যায়, জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে রাজনগন জোন সদর দপ্তর হতে  ৪০ জন, বাঘাইছড়ি উপজেলাধীন  সর্খাবোয়া তলী বিজিবি ক্যাম্প হতে ১০ জন, চুরুয়াখালী বিজিবি ক্যাম্প হতে ১০ জন সদস্যসহ সর্ব মোট ৬০ জন সদস্যের একটি বিশেষ টহল দল এবং  বাঘাইছড়িস্থ পাবলাখালী  পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আবু হোসাইন খানসহ ৫ জন পুলিশ সদস্যের যৌথ অভিযানে  চরুয়াখালী ও সর্বোয়াতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে  চরুয়াখালী কমিউনিটি ক্লিনিক এলাকা  হতে আনুমানিক ২১৮ ঘনফুট সেগুন কাঠ (গোলকাঠ)জব্দ করা হয় । পরবর্তীতে সর্বোয়াতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা তালুকদার পাড়ায় অপর এক অভিযান পরিচালনা করে  আরও প্রায় ১১২ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। চোরাকারবারীরা  বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে সেগুন কাঠগুলো রেখে দ্রুত অনত্র পালিয়ে যায়। উক্ত বিশেষ  অভিযানে দুটি স্থান হতে সর্বমোট আনুমানিক ৩৩০ সিএফটি সেগুন গোলকাঠ জব্দ করা হয়। যার বর্তমান  আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা। জব্দকৃত সেগুন গোলকাঠ সমুহ বাঘাইছড়ি উপজেলাধীন  পাবলাখালি ফরেস্ট অফিসে হস্তান্তর  করা হয় এবং  মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here