লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৩ জন গ্রেফতার

0
147
 এরশাদ আলী, লংগদু
গতকাল ২০ মে শনিবার লংগদু থানা পুলিশের বিশেষ  অভিযানে  নিযমিত মামলার ২ জন  আসামি কে গ্রেফতার করা হয়েছে। লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়,  রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মীর আবু তৌহিদ, বিপিএম(বার)  এর সার্বিক দিক-নির্দেশনায় লংগদু থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ইকবাল উদ্দিন এর তত্বাবধানে এসআই(নিঃ) মোহাম্মদ শাহাবুর আলমের নেতৃত্বে  লংগদু থানা পুলিশের একটি চৌকস টিম অত্র  থানাধীন  ৬ নং মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া  ১। মো: রুহুল আমিন(৪৩), পিতা-মৃত আবুল কালাম, সাং- গাঁথাছড়া, শেখ পাড়া, ২। মো: রুবেল(২০), পিতা-মো: ওয়াদুধ, সাং-গাঁথাছড়া, মিস্ত্রি টিলা, উভয় থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি’দ্বয়কে গ্রেফতার করেন। তাহারা অত্র থানার মামলা নং-০৬, তারিখ- ২০/০৫/২০২৩খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০; এর এজাহার ভুক্ত আসামী। আজ ২১মে ২০২৩ রবিবার আসামীদ্বয়কে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন  করা হয়।অন্যদিকে গত ১৯মে ২০২৩ শুক্রবার রাতে এসআই(নিঃ) মোহাম্মদ এনামুল হক এবং এএসআই(নিঃ) শাহ আলমের নেতৃত্বে টিম লংগদুর একটি চৌকস দল   বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৪ নং বগাচতর  ইউপি’র বৈরাগী বাজার এলাকা হইতে সিআর- ৫৬/২১ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ ফারুক, পিতা- কাসেম খাঁ, সাং পেটান্যামাছড়া মারিশ্যারচর, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
 আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here