প্রতিনিধি, কাশিয়ানি:
গোপালগঞ্জের কাশিয়ানিতে থানা পুলিশ কর্তৃক উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।গতকাল ২২/০৫/২০২৩ সোমবার বিকেল ৫ টার সময় গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ আলম এর নেতৃত্বে কাশিয়ানী থানার পোনা মধ্য পাড়া গ্রামে এ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় কাশিয়ানি সদর ইউনিয়নের পোনা মধ্য পাড়া হতে চিহ্নিত মাদক বিক্রেতা নজির মোল্লার ছেলে আবু সুফিয়ানকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে কাশিয়ানি থানা পুলিশের একটি চৌকস দল।
কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম জানান গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পোনা মধ্য পাড়া নজির মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা আবু সুফিয়ানকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিকে আজ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে গোপালগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।কাশিয়ানী উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলোকিত প্রতিদিন/ ২৩ মে -২০২৩/মওম