নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

0
383

প্রতিনিধি,নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের কেরানী পরিচয় দিয়ে দৈনিক জাতীয় অর্থনীতির পত্রিকায় কর্মরত প্রতিনিধি গোলাম মোস্তফা বুলবুলকে ০১৭১৭৫০২৯৮১ নম্বর মুঠোফোন থেকে ০১৮৪৪৪৫৬৪০৬ নম্বরে কল দিয়ে হয়রানি করার অভিযোগ ওঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে বুলবুল বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করেন। বুলবুল জানান, ওই বিদ্যালয়ের কেরানী পরিচয় দিয়ে তাকে ওই বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তির কথা জানানো হয়। বুলবুল সরল বিশ্বাসে যথাসময়ে সেখানে গিয়ে এ ধরনের কোন বিজ্ঞপ্তির সত্যতাই খুঁজে পায়নি। পরবর্তীতে, বুলবুল আবারো এ বিষয়ে ওই নম্বরে যোগাযোগ করলে ওই অপরিচিত ব্যক্তি কল রিসিভ করে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণেহত্যার হুমকি ধমকি প্রদান করে একপর্যায়ে সংযোগ বিছিন্ন করে দেয়।উল্লেখ্য , ওই নম্বর হতে একই কায়দায় গত ২৪ দুপুর ১টায় মো. কামরুজ্জামানকে গোপালপুর উচ্চ বিদ্যালয় এবং বদিউজ্জামানকে একলাশপুর উচ্চ বিদ্যালয়ের কেরানী পরিচয় দিয়ে বিজ্ঞপ্তি দেয়ার কথা বলে সেখানে নেয়া হয়েছে। তারা সেসব স্থানে গিয়ে ওই নম্বরে যোগাযোগ করলেও অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মারার হুমকি ধমকি দিয়ে সংযোগ বিছিন্ন করে দেয়। এসব বিষয়ে স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর সাথে যোগাযোগ করলে তারা বলেন, আমাদের প্রতিষ্ঠানে এ রকম কোন বিজ্ঞপ্তি নেই এবং ওই নম্বরটিও তাদের চেনা নেই বলে জানান।

আলোকিত প্রতিদিন/ ২৮ মে -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here