প্রতিনিধি,দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। আলোচনায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ উল্লেখ করে তিনি বলেন ‘বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নেতা ছিলেন না, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের মহান নেতাদের মধ্যে অন্যতম একজন।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ-লালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট দেবিদ্বার গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার নিগার সুলতানা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মাস্টার, দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রফেসর সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসির মোল্লা, দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, দেবিদ্বার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসাইন, দেবিদ্বার পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ পলাশ, দেবিদ্বার সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নুর উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশান মীর, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিউর রহমান সহ উপজেলা- পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ২৮ মে -২০২৩/মওম