অগ্নি ক্ষতিগ্রস্থদের মাঝে  লংগদু জোনের আর্থিক সহায়তা প্রদান

0
347

মোহাম্মদ এরশাদ আলী, লংগদু 

২৮ মে ২০২৩ খ্রিঃ রোজ রবিবার সকাল  ১১টায় মাইনীমুখ বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০ জন ব্যবসায়ীর মাঝে লংগদু সেনা জোনের উদ্যোগে  আর্থিক  সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ সেনা বাহিনী লংগদু জোন কর্তৃক লংগদু  উপজেলার মাইনীমুখ বাজারে সংঘঠিত   অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০ জন ব্যবসায়ীদের মাঝে লংগদু  জোনের মাননীয় জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি, কর্তৃক জনপ্রতি ১০ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় । এ সময় উপস্থিত ছিলেন  স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ  কামাল হোসেন কমল, মাইনীমুখ বাজার কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুর রশিদ ও মাইনীমুখ বাজার  ব্যবসাযি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ  শাখাওয়াত হোসেন সোহেল এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । আর্থিক সহায়তা প্রদান শেষে  অগ্নিকান্ডের ন্যায় যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা প্রতিরোধ মোকাবেলায সকলকে আরও সতর্কতা অবলম্বন এবং পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য জোন কমান্ডার, লংগদু জোন নির্দেশনা প্রদান করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আর্থিক সহায়তা গ্রহণকারী সকলেই বাংলাদেশ সেনা বাহিনী তথা মাইনীমুখ সেনা  জোনের  নিকট তাদের আন্তরিক কৃতজ্ঞতা  স্বীকার  করেন।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here