শাজাহানপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের নিয়ে দিনব্যাপী ওর্য়াকশপ

0
341

প্রতিনিধি,শাজাহানপুর (বগুড়া):

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস(পিবিজিএসআই)স্কীম’র আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতিদের নিয়ে দিনব্যাপী ওর্য়াকশপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০মে সকাল ১০টায় শাজাহানপুর উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পরিচালনা কমিটির সভাপতিদের নিয়ে দিনব্যাপী ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওর্য়াকশপ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান, পরিবেশ, পাবলিক পরীক্ষার ফলাফল ইত্যাদি বিবেচনায় উন্নয়নে অর্থ বরাদ্দ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থী নির্বাচন, অনুদানের অর্থ যথাযথ ব্যবহার এবং উন্নয়ন কাজ বাস্তবায়নসহ নানাবিধ কলাকৌশল সম্পর্কে আলোচনা হয়।উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন। শিক্ষক এবং সাংবাদিক মেছবাউল আলম ও ওয়াদুদ হোসেনের সঞ্চালনায় ওর্য়াকশপ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহফুজার রহমান বাবলু, ইমরান হোসেন, অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, অধ্যক্ষ আবু জাফর আলী, অধ্যক্ষ এ.এইচ.এম শহীদুল ইসলাম, অঞ্জনা রাণী ঘোষ, সাজেদুর রহমান সবুজ, আব্দুল্লাহ আহমদ আল মুতী প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ৩০ মে -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here