রুবেল শেখ:
৩০ মে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, পাবনা জেলা বিএনপি শোক র্যালী পালন করেন। শোক র্যালী জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পাবনা প্রধান সড়ক হামিদ রোড, বড় বাজার, মহিলা কলেজ হয়ে আবার জেলা কার্যালয়ে এসে সমাপ্তি করা হয়। শোক র্যালী শেষে সাধারণ জনগণের মাঝে তবারক বিতরণ কর্মসূচি পালন করেন। শোক র্যালী’র নেতৃত্ব দেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিশেষ সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা জননেতা জনাব এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সিনি:যুগ্ম-আহ্বায়ক মান্নান মাস্টার, ১নং যুগ্ম-আহ্বায়ক আব্দুস ছামাদ খান মন্টু, যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাছুম বগা, সদস্য সচিব মাসুদ খন্দকার, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মূসা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক টুটুল বিশ্বাস, সদস্য মুকু,বিএনপি নেতা মুরাদ হোসেন, এলিজ, আরিফ চৌধুরি,মাসুদ হোসেন, পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ লালু, সাবেক সিনি: যুগ্ম সম্পাদক আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ খান, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক (রাজশাহী বিভাগ) জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, জেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইয়ামিন খান,সদস্য সচিব কমল শেখ টিটি,পাবিপ্রবি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমন, জেলা জাসাস এর সভাপতি খালেদ হোসেন পরাগ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন সুজন,সদস্য সচিব মিরাজ, পৌর যুবদলের আহ্বায়ক রুপম ইসলাম, সদস্য সচিব শিমুল ইসলাম, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব বাদশা হারুন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ৩০ মে -২০২৩/মওম