লংগদুতে উপজেলা প্রশাসন কর্তৃক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
243

  লংগদু প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলা লংগদু উপজেলা পরিষদের পাবলিক লাইব্রেরি হলরুমে  উপজেলা প্রশাসনের  আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা  সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৯ মে ২০২৩ লংগদু উপজেলা পরিষদের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসনের  মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার ( অঃ দাঃ ) জনাব মোঃ আকিব ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লংগদু  উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল বারেক সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনব মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, লংগদু থানার প্রতিনিধি এস,আই মোঃ শাহাবুর আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগন । সভায় বক্তারা বলেন, বর্তমান শুকনো মৌসুমে পার্বত্য এলাকায় অগ্নি দূর্ঘটনা, ঘূর্ণিঝড়, পাহাড় ধস সহ যে কোন ধরনের  দূর্যোগ থেকে জানমালকে রক্ষা করতে সকলকে সতর্ক থাকতে হবে। এছাড়াও মটর বাইক চালকদের সচেতন করা, রাস্তায় মোড়ে মোড়ে গ্লাস লাগানো সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here