নুরুল ইসলাম:
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই ইকরামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন আবির (২৩) কে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার করা হয়। সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার নোয়াপাড়া পুটান,১নং ওয়ার্ডের মৃত আবদু ছালামের ছেলে। চট্টগ্রাম র্যাব ৭, চান্দগাঁও ক্যাম্প এর ওয়ারেন্ট অফিসার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মোহাম্মদ নোমান (৩৫) ও মমতাজ উদ্দিন (৪০) কে গ্ৰেফতার করা হয়। মোহাম্মদ নোমান (৩৫) হলেন বাঁশখালী থানায় কালিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড,সেকান্দর মিয়াজির বাড়ীর মোঃ তৈয়বের ছেলে। অপরদিকে মমতাজ উদ্দিন (৪০) হলেন সাতকানিয়া থানার এওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড, দফাদার বাড়ির আলতাফ হোসেন দফাদারের ছেলে।
এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া জিয়া উদ্দিন চৌধুরী প্রঃ বাবু (২৪) কে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাছির মা চৌধুরী বাড়ীর কামাল উদ্দিন চৌধুরীর ছেলে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০২ জুন -২০২৩/মওম