নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় পিটিয়ে বৃদ্ধকে হত্যা

0
278
একেএম ফারুক হোসাইন:
নোয়াখালীর সোনাইমুড়ীতে  ফল পাড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের শিকার এনামুল হক (৭৫) উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথি গ্রামের ভূঁইয়া বাড়ির বলে জানা যায়। ৩ জুন শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথী গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়‚ নিহত এনামুল হকের সাথে একই বাড়ির সোলেমান ভূঁইয়ার পরিবারের সাথে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছেে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শনিবারের এ হত্যাকান্ড নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যায়, সকালে উঠান সংলগ্ন স্হানীয়  ফল (ডেউয়া) পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সাথে এনামুল হকের কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদসহ চারজন এনামুলের ওপর হামলা করে। ওই সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়। এবিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড হয়।  পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৩ জুন -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here