২০ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

0
548
প্রতিনিধি,নেত্রকোনা: 
নেত্রকোনায় পূর্বধলা থানার একটি  ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ২০ বছর পলাতক  শ্রী রমেশ চন্দ্র সরকারকে (৬৫) গ্রেফতার করেছে পূর্বধলা থানার পুলিশ। নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ  স্পেশাল নির্দেশনায় , অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ)মোহাম্মদ হারুন উর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল  শিবলী সাদিক তাঁদের তত্ত্বাবধানে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি টিম ঘাগড়া এলাকা থেকে ৩ টার সময় চিরুনি অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
পূর্বধলা পুলিশ সূত্রে জানা যায়, ২০০২ সালের ১২ জুন গাগড়া ইউনিয়নের ভিকটিমের চাচা কাশেম আলী বাদী হয়ে পূর্বধলা থানায় একটি ধর্ষণের  মামলা দায়ের করেন। যাহা তদন্তকারী অফিসার  তৎকালীন এসআই রফিকুল ইসলাম মামলা তদন্ত শেষে ১২/০৯/২০০২ সালে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন, পরবর্তীতে নারী ও শিশু আদালত নেত্রকোনা  ১৮/০৫/২০১৬ আদালত দীর্ঘ বিচার কার্যক্রম শেষে উক্ত নারী ও শিশু আদালতে মামলার আসামি শ্রী রমেশ চন্দ্র সরকারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম  জানান, দীর্ঘ ২০ বছর যাবত ওয়ারেন্টভুক্ত  আসামি পলাতক ঘাগড়া ইউনিয়নে   আত্মগোপনে আছে । এমন তথ্যের ভিত্তিতে নেত্রকোনা উর্ধ্বতন কর্মকর্তাগণের  নির্দেশনায়, একটি টিম ঘাগড়া এলাকা থেকে ৩ টার সময় চিরুনি অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আলোকিত প্রতিদিন/ ০৩ জুন -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here