মাদারবাড়ী প্রিমিয়ার ফুটবল লীগের হাজী মোক্তার আহমেদের শুভ সূচনা 

0
218
প্রতিনিধি,চট্টগ্রাম: 
মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আয়োজনে কেএম এজেন্সীর পৃষ্ঠপোষকতায় মাদারবাড়ী প্রিমিয়ার লীগ ২০২৩ এর উদ্বোধনী খেলা টুনামেন্ট পরিচালনা কমিটি আহবায়ক আমির হোসেন মানিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর  গোলাম মোহাম্মদ জোবায়ের, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম জুয়েল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিল ও ক্রীড়া সংগঠক মোঃ সাইফুল্লাহ চৌধুরী,  মাদারবাড়ী উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন,চট্টগ্রাম জেলা ফুটবল রেফারী এসোসিয়েশন  সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ,যুব সংগঠক মোঃ শরীফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মোঃ জাহাঙ্গীর আলম,ফুটবল কোচ বুলবুল আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন  টুর্নামেন্ট কমিটি যুগ্ম আহবায়ক আফসার উদ্দিন,  সদস্য মোঃ সাহাবউদ্দিন,সাঈদ মুরাদ,মোঃ সোহেল খান,সাইফুর রহমান রানা,কামরুল পারভেজ জসি,মোঃ আসিফ,ওয়াহিদুল আলম অভি, মো, মোঃ সোহেল খান,মিনহাজ মাসুম,রঞ্জয় দাশ। উদ্বোধনী খেলাই হাজী মোক্তার আহমেদ ফাউন্ডেশন ৩-১ গোলে তৈয়ব আলী ফাউন্ডেশন পরাজিত করে টুনামেন্ট শুভ সূচনা করে, হাজী মোক্তার আহমেদ ফাউন্ডেশন খেলার ৭,২৩,৪৪ মিনিটে  হ্যাটট্রিক করে ম্যান অফ দ্য ম্যাচ হয়  রোহান দাশ। আগামী শুকবার দুপুর ২:৩০মিনিটে শামসুল আলম ফাউন্ডেশন বনাম আবদী ভূইয়া ফাউন্ডেশন এবং ৪ টাই তৈয়ব আলী ফাউন্ডেশন  বনাম বীর মুক্তিযোদ্ধা জমির আহমেদ ফাউন্ডেশন।
আলোকিত প্রতিদিন/ ০৩ জুন -২০২৩/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here