মো: মহিদ:
মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযানে সাড়ে ৩০০ পিস ইয়াবা এবং ২৪ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকাল ১০ টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। আটকরা হলেন- সিংগাইর উপজেলার বকচর গ্রামের খোকন, রমজান আলী, আজিমপুর গ্রামের কিয়ানুর, জায়গীর গ্রামের মো. আনোয়ার হোসেন এবং নয়াপাড়া গ্রামের মো. মুজিবুর হোসেন। পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জে সিংগাইর উপজেলার বকচর, আজিমপুর এবং জায়গীর এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩০০ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ ৪৫ হাজার টাকা। তিনি জানান, আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে দুইটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সিংগাইর থানায় পৃথক তিনটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১২ জুন -২০২৩/মওম
- Advertisement -

