ঢাকা বিভাগের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হলেন ড. ফারুক

0
217

মো: মহিদ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে ঢাকা বিভাগীয় পর্যায়ে কারিগরি ক্ষেত্রে বিভাগে সেরা প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ ফারুক হোসেন। তিনি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) মানিকগঞ্জের প্রতিষ্ঠান প্রধান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ ঢাকা বিভাগীয় পর্যায়ের সদস্য সচিব অধ্যাপক মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩০ মে এ তথ্য জানানো হয়েছে। এনপিআই মানিকগঞ্জের প্রতিষ্ঠান প্রধান প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন বলেন, যে কোনো স্বীকৃতি পাওয়া আনন্দের বিষয়। এই অর্জনে কারিগরি শিক্ষা ক্ষেত্রে কাজের গতিশীলতা আরও বাড়বে। এনপি, আই মানিকগঞ্জ কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে ভুমিকা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, উপজেলা ও জেলায় সেরা প্রতিষ্ঠান প্রধান হয়ে দ্বিতীয়বারের মতো বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here