আব্দুল সাত্তার টিটু :
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতিকালে কালা বাচ্চু কিশোর গ্যাং গ্রুপের প্রধান ফরহাদ হোসেন ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১৩ জুন) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনির গলির পাঁকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। গ্রেফতাররা হলো-মো. ফরহাদ হোসেন (২৩), মো. হৃদয় মিয়া (২৪), মো. জুনায়েদ (১৯), মো. আনোয়ার হোসেন বাছা (২৫), মো. ইসমাইল হোসেন (১৫), ও মো. নুরনবী নাঈম (১৬)। এ সময় দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ধারালো ২টি স্টিলের চাকু, ১টি ধারালো ক্ষুর এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, ”কালা বাচ্চু” কিশোর গ্যাং নামক এই গ্রুপটি সাধারণত চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এছাড়াও এই গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে দিনে-দুপুরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়। আরো জানা যায়, আটকরা পরস্পর একে অন্যের সঙ্গে যোগাযোগ করে ডাকাতির উদ্দেশ্যে বায়েজিদ বোস্তামী থানা এলাকাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি ও ছিনতাই করে আসছে। তারা সাধারণ মানুষসহ প্রাত্যাহিক চলাচলরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে অকপটে স্বীকার করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৫ জুন ২৩/ এসবি