- Advertisement -
- Advertisement -
সাহিত্য ডেস্ক:
.
দেশমাতৃকার গান
সৈয়দ রনো
.
তোমরা ঘুমাও বুকের ওমে
নাক ডাকিয়ে গভীর ঘুমে
আমরা থাকি জেগে
স্বদেশ প্রীতি কমছে বলেই
যাচ্ছ বিদেশ ভেগে।
.
দেশের কোলে রাখছি মাথা
শুনবো না আর ভ্রান্ত কথা
উঠব আমি হেসে
দুর্নীতি আর দুঃশাসনে
দেশটা গেল ভেসে।
.
মাতৃকোলের পবিত্র সুখ
দুঃখে ভাঙ্গে আধপোড়া বুক
নেয় না তো কেউ খোঁজ
নীতিহীনে ভাঙছে পাঁজর
খাচ্ছি খাবি রোজ।
.
মাতৃছায়া করছো জবাই
পিতৃস্নেহের আমরা ক’ভাই
দেখছি স্বাধীন দেশ
বিচারবিহীন মরছে মানুষ
লজ্জা শরম শেষ ।
.
দেশটা ছিলো এ্যামপ্যারালাল
সবুজ ঘেরা মাঝখানে লাল
স্বাধীন সার্বভৌম
গদির নেশায় হানাহানি
বন্ধ হবে দম।
.
.
আলোকিত প্রতিদিন/ ১৬ জুন ২৩/ রহখ
- Advertisement -