সিলেটে টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই

0
191

শেখ মো. লুৎফুর রহমান:

সিলেটে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গত চারদিনের টানা বৃষ্টি আরো ১৫ দিন অব্যহত থাকবে বলে পূর্ভাবাস রয়েছে। এমন অবস্থায় সিলেটের নদনদীর পানি বেড়ে চলছে। কোন কোন নদীতে বিপৎসীমা ছুঁইছুঁই করছে পানি। শনিবার (১৭ জুন) সকাল ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিফ আহমেদ। তিনি জানান, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। অনেক নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। সামান্য বাড়লে তা অতিক্রম করবে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১২ দশমিক ৭৫ সেন্টিমিটারের মধ্যে আজ সকালে ১২ দশমিক ৩৬ এবং সুরমা নদীর পয়েন্টে ১০ দশমিক ৮০ সেন্টিমিটার বিপৎসীমার মধ্যে ৯ দশমিক ৫৯ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। একই অবস্থা এ দুই নদীর অন্যান্য পয়েন্টেও। একই সঙ্গে হাওর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এদিকে সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন বলেন, শুক্রবার সকাল ৬ টা থেকে শনিবার সকাল ৬ টা পর্যন্ত ১১৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৬ টা থেকে দুপুর ৯ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ মিলিমিটার। সজিব বলেন, আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামতে পারে। এদিকে গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানিয়েছেন, আগামী ১৫ দিন সিলেটে অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দুই সপ্তাহের মধ্যে সিলেটে হতে পারে বন্যা। এ পরিস্থিতিতে নগদ টাকাসহ ত্রাণসামগ্রীর ব্যবস্থা করে রেখেছে জেলা প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে আশ্রয়কেন্দ্র।

আলোকিত প্রতিদিন/ ১৭ জুন ২৩/ এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here