আটপাড়ায় খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

0
170

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা আটপাড়ায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নেত্রকোনা অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণ চলছে। ১৮-২০ জুন সকাল সাড়ে দশটায় আটপাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় কৃষি প্রশিক্ষণকেন্দ্রে এ  প্রশিক্ষণ চলছে। এতে প্রশিক্ষণ হিসেবে ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নেত্রকোনা অধিদপ্তরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. আলতাফ উন- নাহার, ১ম দিনে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ ঘোষ। এছাড়াও ২য় দিনে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সাকিল আহমেদ কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, শিক্ষা অফিসার শেলিমা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, প্রশিক্ষার্থীদের মধ্যে উপজেলার উপ- সহকারী কৃষি কর্মকর্তা, মৎস্য, প্রাণীসম্পদ, স্বাস্থ্য অধিদপ্তর, এনজিও মাঠকর্মী ও অন্যান্যরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দৈনন্দিন চাহিদা মিটিয়ে পুষ্টিযুক্ত উপাদান খাদ্যের সুফল ও কুফল, প্রাণীসম্পদ , পরিবার পরিকল্পনা বিষয়ক ও আলোচনা করেন।

আলোকিত প্রতিদিন/ ১৯ জুন ২৩/এসবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here